বিএসটিআই(বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন) বাংলাদেশের জাতীয় মান সংস্থা (National Standards Body)। বাংলাদেশ সরকারের জারীকৃত এক অধ্যাদেশ বলে ২৫ শে জুলাই, ১৯৮৫ সালে সরকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী(CTL) ও আধাসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস ইন্সটিটিউশন(BDSI)একীভূত করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন(BSTI) গঠিত হয়। বিএসটিআই দেশে উৎপাদিত এবং আমদানীকৃত যাবতীয় শিল্পপণ্য, খাদ্যপণ্য ও রাসায়নিক দ্রব্যের মান প্রণয়ন, নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা বিধানসহ সারাদেশে ওজন ও পরিমাপের মেট্রিক পদ্ধতি প্রচলন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে। ৩৩ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল বিএসটিআই'র সর্বোচ্চ নীতিনির্ধারক বডি। বিএসটিআই'র প্রধান কার্যালয় ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত। তাছাড়াও বিভাগ/জেলা পর্যায়ে বিএসটিআই এর আঞ্চলিক অফিস রয়েছে। তন্মধ্যে বিএসটিআই আঞ্চলিক অফিস, চট্টগ্রাম একটি, যার অবস্থান জাম্বুরী মাঠ, আগ্রাবাদ, চট্টগ্রাম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS