Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বিএসটিআই(বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন) বাংলাদেশের জাতীয় মান সংস্থা (National Standards Body)। বাংলাদেশ সরকারের জারীকৃত এক অধ্যাদেশ বলে ২৫ শে জুলাই, ১৯৮৫ সালে সরকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী(CTL) ও আধাসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস ইন্সটিটিউশন(BDSI)একীভূত করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন(BSTI) গঠিত হয়। বিএসটিআই দেশে উৎপাদিত এবং আমদানীকৃত যাবতীয় শিল্পপণ্য, খাদ্যপণ্য ও রাসায়নিক দ্রব্যের মান প্রণয়ন, নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা বিধানসহ সারাদেশে ওজন ও পরিমাপের মেট্রিক পদ্ধতি প্রচলন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে। ৩৩ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল বিএসটিআই'র সর্বোচ্চ নীতিনির্ধারক বডি। বিএসটিআই'র প্রধান কার্যালয় ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত।  তাছাড়াও বিভাগ/জেলা পর্যায়ে বিএসটিআই এর আঞ্চলিক অফিস রয়েছে। তন্মধ্যে বিএসটিআই আঞ্চলিক অফিস, চট্টগ্রাম একটি, যার অবস্থান জাম্বুরী মাঠ, আগ্রাবাদ, চট্টগ্রাম।